বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় আলোচনা সভা

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় গত সোমবার বাদে মাগরিব কোরবানির তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হাফেজ মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবীর কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস গনি চৌধুরী। ইসলামে কোরবানির তাৎপর্য বর্ণনা করে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ হোসাইন, মোহাম্মদ ফোরকান বাবু, মোহাম্মদ আবু সৈয়দ, মাওলানা আব্দুল গফুর তালুকদার, সেলিম নেওয়াজ রাসেল মেম্বার, মোহাম্মদ মনসুর আলম, মোহাম্মদ রফিক কোম্পানি, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ইউসুফ আলী, মোহাম্মদ আলী, সাইফুদ্দিন সওদাগর, মোহাম্মদ আবু বকর, আবু হেনা মোহাম্মদ সৈয়দ নুর, আবুল ফয়েজ, আহমদ কবির সওদাগর, শামসুল আলম, আবুল হাশেম, মোহাম্মদ আলী মেম্বার, মোহাম্মদ নাছির উদ্দিন, জাকারিয়া দিদার, মাওলানা আবু তাহের ফারুকী, মাস্টার নাসির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ব ইতিহাসে হযরত ইব্রাহীম (আঃ) এর কোরবানি সর্বশ্রেষ্ঠ উদাহরণ। আল্লাহ তায়ালা তাঁর কোরবানিকে চির স্মরণীয় করে রাখার জন্য মুসলিম উম্মাহর উপর ঈদুল আদ্বহাকে ওয়াজিব করেছেন। তাই মহান আল্লাহর সত্যিকারের ভালবাসা বুকে ধারণ করে কোরবানি দেওয়ার জন্য বক্তারা সামর্থবান মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধছোবহানিয়া আলীয়া কামিল মাদরাসার অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস
পরবর্তী নিবন্ধইনোভেশন হাব প্রতিষ্ঠায় গবেষণা-উদ্ভাবন এক প্লাটফর্মে আসার সুযোগ অবারিত হয়েছে