বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী

| শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার ৬৮ তম বার্ষিক সভা ও অধ্যক্ষ আল্লামা জাফর আহমদ সিদ্দিকী (রহ:)’র ৩০ তম বেছাল শরীফ পালন উপলক্ষে গতকাল অনুষ্ঠানমালার ১ম দিবসে আবুল খায়ের সওদাগর ফাউন্ডেশনের সৌজন্যে শহিদ ফারুকসোলায়মান স্মৃতি পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরী। বুড়িশ্চর জিয়াউল উলুম মাদরাসার গভর্নিং বডির সভাপতি ইউনুস গণি চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি এম তানভীর কুতুবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম, মাদরাসা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ হোসাইন, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল খালেক, মওলানা আ, , ম মনজুর হায়দার সিদ্দিকী, শেখ ফয়েজুল্লাহ আহমেদ, মনজুরুল কাদের, নাছির উদ্দিন, ছাত্রদের পক্ষে বক্তব্য দেন মুহাম্মদ মাসউদ আলম, মুহাম্মদ আরিফুল ইসলাম কুতুবী, মুহাম্মদ ওয়াহিদুল হক। মুহাম্মদ মুদ্দাসসির আয়ানের কুরআন তেলাওয়াত, মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবীর নাতে রাসূল (🙂 ও মুহাম্মদ আশেকুল্লাহর জাতীয় সংগীত পরিবেশনায় উক্ত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা সাঈদুল ইসলাম পাটোয়ারী, মাওলানা শওকতুল ইসলাম, মাওলানা আরিফুল মোস্তফা, মাওলানা আবদুন নূর, তোফাজ্জল হোসেন, আবু হেনা মুহাম্মদ সৈয়দ নূর, রুহুল কাদের চৌধুরী, মাওলানা মুহাম্মদ মাসউদ প্রমুখ। পরিশেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হতে পুরস্কার তুলে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসারা বছর থাকবে চাঁদের আলো, চাইলেই বৃষ্টিও নামবে
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে মৎস্যজীবীদের মাঝে ১৬টি গরুর বাছুর বিতরণ