শহীদ মিনারে যাওয়া
রাজপথ হোতো যদি বুকটা আমার
একুশের প্রভাত ফেরীর নগ্ন পায়ের ভার
বুকে নিয়ে ধন্য হতাম।
যদি আরেকটা বায়ান্ন আসতো আবার
সুযোগ হোতো যদি মিছিলে যাবার
সালাম রফিক আর শফিকের পাশে যদি
লিখা হোতো এ আমার নাম –
বুকে নিয়ে ধন্য হতাম।
বুকটা চৌচির হয় পলাশের ফাগুনে
মনের মিনার যেন পুড়ে যায় আগুনে
বুকের রক্ত দিয়ে লিখে যেতে পারি যদি
তোমাদের জীবনের দাম –
বুকে নিয়ে ধন্য হতাম।