বুকের মধ্যে সীমাহীন বিদ্রোহ

মোঃ আসিফ ইকবাল | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

বুকের মধ্যে আগুন জ্বলছে

সে আগুনে কারো মন পুড়ছে?

বুকের মধ্যে ভীষণ ব্যথা

সে ব্যথায় কেউ কি কাঁপছে?

বুকের মধ্যে ভারী কষ্ট

সে কষ্টে কেউ কি ভাবছে?

বুকের মধ্যে পাথর জমছে

সে পাথর কেউ কি দেখছে?

বুকের মধ্যে সীমাহীন বিদ্রোহ

যে বিদ্রোহে জীবন শুধু কাঁপছে?

বুকের মধ্যে বিশাল দুঃখ

যে দুঃখে জীবনজুড়ে কান্না নামছে?

বুকের মধ্যে প্রচণ্ড ঘৃণা

যে ঘৃণায় সৃষ্টি হারিয়ে যাচ্ছে?

বুকের মধ্যে বিশাল সংগ্রাম

যে সংগ্রাম পথ হারিয়ে ফেলছে?

বুকের মধ্যে প্রচুর অভিমান

যে অভিমানে হৃদয় ভাঙচুর হচ্ছে?

বুকের মধ্যে হাজারো অপ্রাপ্তি

যে প্রাপ্তির জন্য জীবন লড়ছে?

পূর্ববর্তী নিবন্ধসুভাষচন্দ্র বসু: স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা
পরবর্তী নিবন্ধআমার বাবা: স্মৃতির চশমার আড়ালে