কী নিষ্ঠুর পদচিহ্নে তুমি চলে গেলে আমার বুকের
জমিনের উর্বর ভূমিকে জিম্মি করে নির্মমতার
পিচঢালা পথে সমুদ্রের গাঙচিল সেজে।
আমি ভূমিহীন জলের আড়তদার হয়ে কেবল
ঢেউয়ের পর ঢেউ বেঁধেছি কর্ণফুলীর মোহনায়।
কাঠঠোকরা পাখির মতো বুকের ভেতর কষ্টের পাখিরা
চিরন্তন গর্ত করে অনাদি বাসিন্দা হয়েছে।
তুমি চলে যাবার পর ভোরের আকাশ আমার জন্য
আর কখনো সূর্যের নরম মিষ্টি রোদ পাঠায়নি।
অত্যাচারী মেঘ আমাকে চোখ রাঙিয়ে হিমালয়ে দাফন করেছে।
দূর্বাঘাসে জমে থাকা মায়াময় শিশির বিন্দু তর্জনীর বুকে
তুলে নিতে পারিনি, ওরা তোমার শোকে বিহ্বল ছিল।
নীল আবরণে লজ্জাবতী লতার মতো নুঁয়ে গেছে বারবার!
বুকের ক্ষরণে আমি পৃথিবীর বুকে মরা শামুকের মতো
উপুড় হয়ে পড়ে ছিলাম লক্ষ লক্ষ বছর।