যুক্তরাজ্যের লেখিকা সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন। মহাকাশের কাহিনী নিয়ে লেখা উপন্যাস ‘অরবিটাল’–এর জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে মহাকাশচারীদের একটি দলের কাটানো এক দিনের কাহিনী গ্রন্থটিতে ফুটিয়ে তুলেছেন সামান্থা। করোনাভাইরাস মহামারীর সময় লকডাউন চলাকালে তিনি এ বই লেখেন। খবর বিডিনিউজের।
এটি সামান্থা হার্ভের পঞ্চম বই। চলতি বছর বুকার পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় শীর্ষ ছয়জনের মধ্যে সামান্থার বইটিই সর্বাধিক বিক্রি হয়েছে। এমনকি অতীতে বুকার পুরস্কার জয়ী তিন লেখকের সম্মিলিতভাবে যত বই বিক্রি হয়েছে, তার চেয়েও সামান্থার বইয়ের কপি বিক্রি হয়েছে বেশি। মহাকাশ থেকে দেখা পৃথিবীর সৌন্দর্যের যে বর্ণনা সামান্থা তার বইয়ে দিয়েছেন সেটিই পাঠকদের মনে সাড়া জাগিয়েছে বেশি।
২০১৯ সালের পর সামান্থাই প্রথম নারী যিনি বুকার পুরস্কার জিতলেন। লন্ডনের ওল্ড বিলিংসগেটে একটি অনুষ্ঠানে সামান্থাকে জয়ী ঘোষণা করা হয়। তার পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড। পুরস্কার পেয়ে খুবই অভিভূত বলে জানিয়েছেন সামান্থা। তিনি বলেন, এই পুরস্কার তার জীবন বদলে দেবে। যারা পৃথিবীর পক্ষে সরব থাকেন, শান্তির পক্ষে থাকেন এবং কাজ করেন তাদের জন্য এ পুরস্কার উৎসর্গ করছেন বলে জানান সামান্থা।