বীর মুক্তিযোদ্ধা হীরেন্দ্র লাল মল্লিকের পরলোকগমন

| বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:০৩ পূর্বাহ্ণ

অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা হীরেন্দ্র লাল মল্লিক (৮৬) পরলোকগমন করেছেন। গত সোমবার ভোররাত ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৩ কন্যা, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় নগরীর গোসাইলডাঙ্গায় শ্মশানে প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত পুলিশ সুপার হীরেন্দ্র লাল (এইচ এল) মল্লিকের জন্ম চট্টগ্রাম শহরের গোসাইলডাঙ্গায়। উল্লেখ্য তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদারের শ্বশুর।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাই