বীর মুক্তিযোদ্ধা স্বপ্না দত্ত আমাদের চেতনার বাতিঘর

স্মরণসভায় এটিএম পেয়ারুল

| শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:৪০ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা স্বপ্না দত্তের স্মরণসভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। এতে প্রধান অতিথি এটিএম পেয়ারুল ইসলাম বলেন, নারী বীর মুক্তিযোদ্ধা স্বপ্না দত্ত আমাদের চেতনার বাতিঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশকে গড়ে তুলছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত মুক্তিযোদ্ধাদের সন্ধান করছেন এবং তাদের সুবিধাগুলি যেমন মুক্তিযোদ্ধা ভাতা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম যদি স্বপ্না দত্তের মতো মুক্তিযুদ্ধাদের স্মৃতি দেখে বিজয়ের ইতিহাস জানতে পারে, তাহলে তারা অনুপ্রাণিত হবে এবং জানবে কীভাবে দেশের জন্য কাজ করতে হয়। তিনি আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছে এবং এটি প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত থাকবে। বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়বের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো: সেকান্দর চৌধুরী, দিলোয়ারা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস, নাজমুল হুদা শিপন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গতদের মাঝে জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধএবার ডেঙ্গু আক্রান্ত নারী চিকিৎসকের মৃত্যু