দেশের প্রবীণ আলোকচিত্র সংগ্রাহক, গবেষক, সম্পাদক, উপস্থাপক, দেশ একটি সম্মিলিত উচ্চারণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দীন মজুমদার (৭০) বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
মৃত্যৃকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে আজ বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নামাযে জানাযা শেষে চাঁদ জমাদার জামে মসজিদ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মহানগরের সহকারী কমান্ডার হাজী আবুল কাশেম, থানা কমান্ডার হাজী মোঃ ইউনুস,
পাহাড়তলী থানার সহকারী কমান্ডার হাজী নুর মিয়া, হালিশহর থানার সহকারী কমান্ডার হাজী আবু নাসের, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, মুক্তিযুদ্ধের প্রজন্মের চট্টগ্রামের সভাপতি আবদুল মালেক খান, চাঁদপুর জেলা কল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।