চট্টগ্রাম বন্দর শ্রমিক লীগের সাবেক সভাপতি, শ্রম আদালত-২ এর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুস সাত্তারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরান, মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ। তিনি ১ ডিসেম্বর ১৯৪৮ সালে নোয়াখালীর চাঁদপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের ২৩ ও ২৪ মার্চ বন্দরের ১৭ নং জেটিতে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের প্রতিরোধ আন্দোলনে বন্দরের শ্রমিক জনতার সাথে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি বন্দরের শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর একমাত্র ছেলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বান্দরবানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত। প্রেস বিজ্ঞপ্তি