সাতকানিয়া নিবাসী মুক্তিযোদ্ধা কমান্ডার ও অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. শাহাদাত হোসেন আর নেই। গতকাল সোমবার ভোরে তিনি বার্ধক্যজনতি নানা রোগে ভুগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার বাদ আছর নামাজে জানাজা শেষে এই মুক্তিযোদ্ধা কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার পুরানগড়র ইউনিয়নের সিকদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের জুনের শেষের দিকে ১ নম্বর সেক্টরে মেজর রফিকুল ইসলামের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন শাহাদাত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।