বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের দাফন সম্পন্ন

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

দৈনিক সমকালের আঞ্চলিক সম্পাদক সারোয়ার সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল আছরের নামাজের পর নগরির হালিশহর হাউজিং এস্টেট মাঠে (বিডিআর মাঠ) জানাজা শেষে হালিশহর আইব্লক ৯ নং লেইন জামে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার আগে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিএমপির পক্ষে হালিশহর থানা থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান (৭১) ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজহুর আহমদ চৌধুরীর ছেলে মঈনুদ্দিন চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধগণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার আলোচনা সভা আজ