বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরীর ইন্তেকাল

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চাকতাই মাহবুবুর হক কমিশনার লেইন নিবাসী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শহীদুল হক চৌধুরী (সৈয়দ) ১৫ আগস্ট দিবাগত রাত সাড়ে তিনটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদে যোহর চাকতাই মকবুল আলী সওদাগর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জায়নাজার নামাজ শেষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট প্লাবন কুমার বিশ্বাস রাষ্ট্রীয় সালাম এবং সিএমপির বাকলিয়া থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর ইসরায়েল পরিকল্পনা,বাংলাদেশসহ ৩১ দেশের নিন্দা
পরবর্তী নিবন্ধঅবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে