মুক্তিযুদ্ধকালীন বিএলএফ মুজিব বাহিনীর সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্নিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ। গত ৩১ জানুয়ারি হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধের আয়োজনে কাগতিয়াস্থ প্রয়াত নেতার কবরস্থানে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ১৯৬২ সালে তৎকালীন দেশবরেণ্য তিনজন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদ স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ তথা ‘নিউক্লিয়াস’ গঠন করেন। যার মাধ্যমে তাঁরা দেশের প্রগতিশীল ও শিক্ষিত ছাত্র ও যুবসমাজকে বাংলাদেশের স্বাধীনতার পথে ধীরে ধীরে পরিচালিত করেন। তৎকালীন তুখোড় ছাত্রনেতা শওকত হাফিজ খান রুশ্নি অন্যান্য প্রগতিশীল ছাত্র যুব নেতৃবৃন্দের মত নিউক্লিয়াসের সক্রিয় সদস্য হিসেবে বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ভারতে গেরিলা যুদ্ধকৌশল রপ্ত করে চট্টগ্রামের রণাঙ্গনে শেখ ফজলুল হক মনির অধীনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। ভারতের মিত্রবাহিনীকে সাথে নিয়ে নয় মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকলিয়া কলেজের অধ্যক্ষ আবদুল মালেক। প্রধান বক্তা ছিলেন ষাটের দশকের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী যীশু বড়ুয়া। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কিরন লাল আচার্য, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বিশ্বাস, গশ্চি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হানিফ, ব্যাংকার টিটু শীল, ব্যাংকার মহিউদ্দিন আহমদ, কাগতিয়া ওয়ার্ডের মেম্বার রোকেয়া গোলদার, ছাত্রলীগ নেতা মো. আলম, মুক্তিযোদ্ধার প্রজন্ম সমর বড়ুয়া। এতে বক্তারা বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্নির নামে রাউজানে একটি সড়ক নামকরণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।