বীর মুক্তিযোদ্ধা রবিউল হক

| বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৭:০২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়ন নিবাসি বীর মুক্তিযোদ্ধা রবিউল হক (৭০) গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার সকাল ১০টায় পাহাড়তলী ভেলুয়ার দীঘি জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ২টার দিকে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মীরসরাই ইউএনও মো. মিনহাজুর রহমান ও জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন তাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজায় উপস্থিত ছিলেন এ এস এম সাহাব উদ্দীন, মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, দুর্গাপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাছির উদ্দিন, মফিজ উদ্দিন মিয়াজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাবেরী বড়ুয়া লাকী
পরবর্তী নিবন্ধআবদুল হামিদ