নগরীর ডবলমুরিং থানাধীন আসকারাবাদ হাজী নোয়াব আলী মিয়া বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ (৭১) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১ মার্চ রাত সাড়ে ৯টায় চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত ২ মার্চ বাদে যোহর নোয়াব আলী মিয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ডবলমুরিং থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে নগরীর দেওয়ানহাটস্থ হাজী মসজিদ কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন-মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












