কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন নিবাসি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান (৮০) গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার সকাল ১০টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আবদুল করিম সারেং জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে এসিল্যান্ড সুকান্ত সাহার নেতৃত্বে কর্ণফুলী থানা পুলিশের একটি দল বজলুর রহমানকে গার্ড অব অনার দেন।
তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু প্রমুখ শোক জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।