বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:২৭ পূর্বাহ্ণ

পটিয়া প্রতিনিধি : পটিয়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অ্যাডভোকেট এ কে এম ফজলুল করিম চৌধুরী (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার পটিয়ার কচুয়াই আজিমপুর আলী আকবর চৌধুরী জামে মসজিদ মাঠে বিকেল সাড়ে ৫টায় তার প্রথম নামাজে জানাজা ও একই স্থানে বাদে এশা ২য় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধআবদুল মান্নান
পরবর্তী নিবন্ধসরকার যেখানে বাধা দেবে সেখানেই রুখে দাঁড়াতে হবে