চট্টগ্রামের ঐতিহাসিক পটিয়া সাতগাউছিয়া দরকার শরীফের শাজাহাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা মোস্তাক বিল্লাহ সুলতানাপুরী (৭২) আজ মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যাসহ অসংখ্য মুরিদান এবং ভক্ত রেখে গেছেন। কাল বুধবার বাদে এশা মরহুমের নামাজে জানাজা পটিয়া উপজেলার হাইদগাঁও সাতগাউছিয়া দরবার শরীফের মাঠে অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
তিনি সাতগাউছিয়া দরকার শরীফের আওলাদে রাসুল হযরত শাহসুফী শেখ সৈয়দ মাওলানা আবুল খায়ের সুলতানপুরী (রা:)’র তৃতীয় শাহজাদা।












