বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়া

| শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা পরেশ বড়ুয়া আর নেই। গতকাল শুক্রবার ভোর ৪টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল সকালে গার্ড অব অনার দিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মান জানান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। বিকাল তিনটায় রাজারকুল বৌদ্ধ বিহারে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় রাজারকুল বৌদ্ধ শ্মশানে তাঁকে সমাহিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআমজু মিয়া
পরবর্তী নিবন্ধআজাদীর চিফ রিপোর্টার হাসান আকবরের ভাতিজির ইন্তেকাল