পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন মৌলানা এয়াকুব বাড়ির প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা দিল মোহাম্মদ গত রবিবার রাত ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার জিরি ইসলামিয়া মাদ্রাসার মাঠে বাদে জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জিরি ইউনিয়ন আ. লীগসহ আরো বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। তাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আকতার।