বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা ৯নং ওয়ার্ড ঘনিয়া খোলা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহরাজিউন)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল সোয়া ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার স্থানীয় ঘনিয়াখোলা জামে মসজিদ মাঠে নামাজের জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। এতে গার্ড অব অনার দেয়ার মাধ্যমে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজামাল উদ্দিন
পরবর্তী নিবন্ধবখতিয়ার হোসেন চৌধুরীর ইন্তেকাল