রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা ছৈয়দুল আলম (৭০) গত ৩০ ডিসেম্বর দিনগত রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান। গত মঙ্গলবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের নিজ বাড়ির স্থানীয় মাঠে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে মরহুম ছৈয়দুল আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার খায়রুল বশর মুন্সি প্রমুখ।