বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট থানার মোগলটুলী নিবাসী সাবেক কাস্টমস কর্মকর্তা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান (৮০) গত সোমবার রাত সাড়ে ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। গতকাল বাদে জোহর কমার্স কলেজ রোডে আবদুর রহমান মাতব্বর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান রাষ্ট্রীয় সালাম এবং সিএমপির পুলিশ ইন্সপেক্টর মো. হাবিব সাত্তির নেতৃত্বে পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের মৃত্যুতে জেলা প্রশাসক ফরিদা খানম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আবুল বশর, অনিল বরন রায়, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, ট্রাস্টি ফাহিম উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের সাবেক কমান্ডার মোজাফফর আহমদ, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার সোলতান আহমেদ, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, ইসমাইল কুতুবী, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওষখাইন আলী নগর দরবারে ওরশ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার