পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল আহমদ চৌধুরী (৭৮) গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)।
তিনি স্ত্রী ও এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বিকেল ৫টায় ফতেহ্ আলী মুন্সী বাড়ির সম্মুখে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।