আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক নিবাসী বীর মুক্তিযোদ্ধা ইমাম শরীফ (৭৬) গতকাল সোমবার বেলা ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি ৩ পুত্র ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার বাদ আছর নামাজে জানাজা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান,আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহেদুল হক, আই আই ইউসি ল এলামনাইএসোসিয়েশন ইলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান প্রমুখ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।