বীর মুক্তিযোদ্ধা আবু তালেব

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:৩০ পূর্বাহ্ণ

পটিয়া প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা আবু তালেব (৭৮) গত মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার বাদ আছর উপজেলার হাইদগাঁও গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মহিউদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, পটিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি এটিএম তোহা, এসএমএকে জাহাঙ্গীর, বিকাশ চৌধুরী, শফিউল আজম, এসএম রহমান, গোলাম কাদের, মো. মহিউদ্দিন, ওবায়দুল হক পিপলু ফুল দিয়ে তাকে শেষ বারের মত শ্রদ্ধা জানান।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজ কলেজ ছাত্র দুর্জয়কে উদ্ধারের দাবি
পরবর্তী নিবন্ধডা. শফিউল হাসানের মায়ের ইন্তেকাল