মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন নিবাসি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর সিদ্দিকী গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। দুপুর ২টা ২০ মিনিটে কঙবাজার সদর হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তার ছেলে সরওয়ার কায়সার সোহেল জানান, আজ সকাল ১০টায় ইউনিয়নের সোনার পাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আবু জাফর সিদ্দিকীকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি দুই পুত্র, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।