বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহ’র মৃত্যুবার্ষিকী আজ

| বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহ’র ১ম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরে এই দিনে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য (এম.এন.) আওয়ামী লীগ নেতা এম.এ ছালেহ মৃত্যুবরণ করেছিলেন।

১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে সাতকানিয়াকুতুবদিয়াচকরিয়া সমন্বিত এলাকার জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সমগ্র দক্ষিণ চট্টগ্রামে সশস্ত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে নেতৃত্ব দান করেছিলেন। তিনি ছিলেন উক্ত অঞ্চলের বি.এল.এফ কমান্ডার। বৃহত্তর চট্টগ্রামে ৬ দফা ও ১১ দফা আন্দোলনের অন্যতম সক্রিয় নেতা হিসাবে তাঁর ভূমিকা ছিল অবিস্মরণীয়। তৎকালীন আইয়ুবশাহীর সামরিক স্বৈরাচার বিরুদ্বে জননেতা এম.এ আজিজের অন্যতম সহযোগী হিসাবে ভূমিকা পালন করেছিলেন তিনি।

স্বাধীনতার পর জাতীয় সংসদ সদস্য হিসাবে যুদ্ববিধ্বস্ত পুনর্গঠন এবং সামাজিক সাংস্কৃতিক সকল কল্যাণমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দান করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার প্রতিবাদ করেছিলেন তিনি। দখলদার সামরিক স্বৈরাচার বিরুদ্বে দীর্ঘ সংগ্রামের রাজপথে সোচ্চার ছিলেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হিসাবে তার গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণীয়। অত্যন্ত নিষ্ঠাবান, সৎ সাহসী, ত্যাগী ও আদর্শবান নেতা ছিলেন জননেতা এম.এ ছালেহ। এখনকার তরুণ প্রজন্মের নিকট তাঁর আদর্শ রাজনৈতিক জীবন অনুকরণীয় ও দৃষ্টান্ত হিসাবে উজ্জ্বল হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক পলাশ বড়ুয়া আর নেই
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন