চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য এম. আবু ছালেহ স্মরণে আলোচনা, দোয়া মাহফিল ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গত ১৯ জুন চেরাগী পাহাড়স্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। বিজয় শংকর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। প্রধান আলোচক ছিলেন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী। আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ আলোচক ছিলেন কবি আশীষ সেন। বিশেষ অতিথি ছিলেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ, কিরণ লাল আচার্য, দীপক কুমার পালিত, স্বপন সেন, কবি সজল দাশ, ছড়াকার লিটন কুমার চৌধুরী, সোমা মুৎসুদ্দী, অচিন্ত্য কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, নিলয় দে, সাবিহা সুলতানা রঙি, খুশি বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, হাসনাত রাফি, মো. আশফিক, মো. ইফতিহার, হেদায়তুল ইসলাম শিপন। শেষে ৬ জন শিক্ষার্থীকে আবু ছালেহ স্মৃতি শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি বলেন, এম. আবু ছালেহ আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে চির সমুজ্জ্বল ছিলেন। একজন দেশপ্রেমিক নেতা হিসেবে তিনি কখনো সততার আদর্শকে বিসর্জন দেননি। প্রেস বিজ্ঞপ্তি।












