চন্দনাইশ উপজেলার বরকল গ্রামের বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আবুল মনজুর শুক্রবার (৪ এপ্রিল) রাত ১২.১০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। শুক্রবার বাদে জুমা বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান ও নামাজে যানাজার পর নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীস্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।
এ সময় মরহুমের কফিনে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদে পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা, থানার ওসি যুযুৎসু যশ চাকমা, জেলা পুলিশের এসআই বশির আহমদের নেতৃত্বে মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ পুলিশের উপ–মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবুল ফয়েজ ও সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু, দক্ষিণ জেলার বিএনপি নেতা হুমায়ুন কবির আনসার, বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান, চন্দনাইশ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরো, সুজন, সিনিয়র এডভোকেট আকতার কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা–কর্মী এবং অন্যান্য শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁর মৃত্যুতে বরমা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, সহ–সভাপতি মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজীব আচার্য্য প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।