বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুল শুক্কুর প্রকাশ শুক্কুর মেম্বার (৭৫) গত শুক্রবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ মেয়ে, নাতি–নাতনি, অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদে আছর পশ্চিম সারোয়াতলী কানুর দিঘির পশ্চিম পাড়স্থ সারোয়াতলী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকষদল মরহুম আবদুল শুক্কুরকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন।












