মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, ৬০ এর দশকে বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রলীগের কোষাধ্যক্ষ, উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল্লাহ আল রায়হান রাজুর ১ম জানাজা বাদ যোহর কদম মোবারক এতিমখানা মসজিদে এবং বাদ আছর রাউজান গহিরাস্থ নিজ বাড়িতে ২য় জানাজা শেষে গতকাল শনিবার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আবদুল্লাহ আল রায়হান রাজুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর শোক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১ মার্চ) বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল রায়হান রাজু ইন্তেকাল করেন।