বীর মুক্তিযোদ্ধা অহিদুল হকের ইন্তেকাল

| সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধকালীন মীরসরাই থানার বিএলএফ ও এফএফ যৌথ গ্রুপ কমান্ডার, মিঠানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অহিদুল হক (৮১) গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম শহরের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদে এশা খুলশী বায়তুল আমান হাউজিং সোসাইটির মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১০টায় মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের অহিদুল হক চেয়ারম্যান বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

অহিদুল হকের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবার চাকরি গেল মিথিলা অপর্ণা, আসিব ও রঞ্জনের
পরবর্তী নিবন্ধসিভাসুতে শিক্ষা কার্যক্রম শুরু, রাজনীতি নিষিদ্ধ