উত্তর কাট্টলী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘বীর মুক্তিযোদ্ধাদের মুখে মহান মুক্তিযুদ্ধের গল্প’ শীর্ষক ব্যতিক্রমী আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ব্যাংকার আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও সদস্য সচিব শিবলু বিশ্বাস শিবুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শোনান আকবরশাহ থানা মুক্তিযোদ্বা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম উল্লাহ চৌধুরী, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হোসেন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমদ চৌধুরী, আহত বীর মুক্তিযোদ্ধা আবুল বশর সওদাগর। বক্তব্য দেন, সাংবাদিক শহিদুল ইসলাম চৌধুরী দুলদুল, লেখক শাহাদাত হোসেন সাহেদ, মো. হারুন উর রশীদ, মিজানুর রহমান মিঝু, তাজ উদ্দিন চৌধুরী রিপন, মিজানুর রহমান চৌধুরী জনি, জাবেদ ইকবাল, মো. ইসমাইল, মাইনুদ্দিন মনন, মো. মাসুম, টিপু প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষ্যে প্রকাশিত বই বীর মুক্তিযোদ্ধাদের উপহার হিসাবে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।