মহান স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাদের ভূমিকা কম নয়। একাত্তরে মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের জীবন কেমন কেটেছে, তা নিয়ে নির্মিত হয়েছে ‘জননী জন্মভূমি’ শিরোনামে চলচ্চিত্র। নাদিয়া আফরিনের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তনামি হক। সমপ্রতি গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ সম্পন্ন হয়। তনামি ছাড়াও এতে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী আনোয়ারা, মাহমুদুল হাসান মিঠু, ফারজানা ছবি, পীরজাদা হারুন, শেলী আহসান প্রমুখ। এতে অভিনেত্রী আনোয়ারার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তনামি। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্রে অভিনয় করলাম। এখানে আনোয়ারা ম্যাডামের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছি।
আমার চরিত্রের নাম রোকেয়া। বীরাঙ্গনাদের গল্পে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ছোটবেলা থেকেই অভিনেত্রী আনোয়ারার ভক্ত তনামি। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ছোটবেলা থেকে আনোয়ারা ম্যাডামের অনেক বড় ভক্ত। তার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। শুটিংয়ের সময় তিনি অনেক সহযোগিতা করেছেন। তনামি হক এর আগে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমায় অভিনয় করেন।