বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২তম আত্মাহুতি দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০ টায় পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ করা হয় পাহাড়তলী আবক্ষ ভাস্কর্যে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ-চট্টগ্রাম জেলার সদস্য মুহিন উদ্দিন, হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, নুরুল হুদা নিপু, সাবেক প্রধান শিক্ষক মুজিবুল হক বিএসসি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা সাহস ও আত্মত্যাগের প্রতীক। তাঁর জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।