‘বীরকন্যা প্রীতিলতা সাহস ও আত্মত্যাগের প্রতীক’

| বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২তম আত্মাহুতি দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলবাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে গতকাল সকাল ১০ টায় পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ করা হয় পাহাড়তলী আবক্ষ ভাস্কর্যে। সমাবেশে উপস্থিত ছিলেন বাসদচট্টগ্রাম জেলার সদস্য মুহিন উদ্দিন, হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, নুরুল হুদা নিপু, সাবেক প্রধান শিক্ষক মুজিবুল হক বিএসসি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টচট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা সাহস ও আত্মত্যাগের প্রতীক। তাঁর জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট : ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২তম আত্মাহুতি দিবস উপলক্ষে পটিয়ার ধলঘাটস্থ বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন, শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। মাষ্টারদা সূর্যসেন সেমিনার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী। সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের আজীবন সদস্য জয়নাল আবেদীন, ট্রাস্টি মোহাম্মদ আলী, ট্রাস্টি কাজল নন্দী, ট্রাস্টি শিশু কাননের প্রধান শিক্ষক কৃষ্ণা চক্রবর্তী, ট্রাস্টি সঙ্গীত শিক্ষক বরুণ পালিত, আজীবন সদস্য শিক্ষক মঞ্জু রায়, শিপ্রা দে, চন্দন দাশ, রুপশ্রী চক্রবর্তী, সুলতানা রাজিয়া, সুমী দেবী, প্রিয়া দে, রুপন কান্তি দাশ প্রমুখ।

জেলা ছাত্র ইউনিয়ন : বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২তম আত্মাহুতি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের উদ্যেগে গতকাল মঙ্গলবার পাহাড়তলীতে অবস্থিত প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর জেলা ছাত্র ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ দেব নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তানভীর ইলাহী, নুরনাহার আকতার শিরিণ, অরিত্র ভট্টাচার্য, প্রিন্স দাশ ও ইমরান হাসান রাব্বি। সভায় বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন, বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ। বৃটিশ শাসন শোষণে এদেশের মানুষ নিষ্পেষিত ছিল। নেতৃবৃন্দ রাষ্ট্রীয়ভাবে এসব বীরদের স্মরণ করার দাবি জানান। তারা বলেন,বর্তমান রাজনীতিতে নারীকে পিছিয়ে দেওয়ার যে প্রবণতা তা প্রতিরোধের অন্যতম হাতিয়ার প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম টইটং রহমানিয়া ইবতেদায়ী মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধউপজেলা প্রশাসনের সাথে গাউসিয়া হক মনজিলের প্রশাসনিক সমন্বয় সভা