পটিয়ার ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে ধলঘাট যুদ্ধ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা গত ১৩ জুন ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পংকজ চক্রবর্তী। প্রবোধ রায় চন্দনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, স ম ইউনুচ, রাশিদ পলাশ, মো. ইদ্রিস, মহিউদ্দীন বকুল, আহমেদ কবির, রঘুনাথ চক্রবর্তী, প্রধান শিক্ষিকা কৃষ্ণা চক্রবর্তী, গৌতম চৌধুরী, রূপক চক্রবর্তী, সুকান্ত নাথ, হামেদ হাসান, খোকন মল্লিক, সুকোমল দে, কাজল দে, অ্যাড. রঘুমনি, অমিত চক্রবর্তী, বিধান নাথ, সুবল আচার্য্য, শিক্ষিকা মঞ্জু রায়, শিপ্রা দে, রূপশ্রী চক্রবর্তী, সুলতানা রাজিয়া, শুক্লা চৌধুরী, টিটন দে, রিপন আচার্য্য প্রমুখ। এর পূর্বে বিপ্লবী মাতা সাবিত্রী দেবীর বাড়িতে শহীদ বিপ্লবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












