বীরকন্যা প্রীতিলতার ১১০তম জন্মদিন উপলক্ষে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সামনে গতকাল বুধবার প্রীতিলতার আবক্ষ মূর্তিতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, শিক্ষক অঞ্জন কান্তি চৌধুরী, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, তপন ভট্টাচার্য।
বক্তারা বলেন, প্রীতিলতার আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমরা যখনই স্বাধীনতার কথা ভাবি, মুক্তির কথা ভাবি তখনই প্রীতিলতা এসে আমাদের সামনে দাঁড়ান। তাই সূর্যসেন, প্রীতলতা, মনিরুজ্জামান ইসলামাবাদী, কাজেম আলী, ক্ষুদিরাম, কল্পনা দত্ত এদের আত্মত্যাগের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। প্রেস বিজ্ঞপ্তি।