বীরকন্যা প্রীতিলতার স্মৃতিরক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন

মতবিনিময় সভায় রানা দাশগুপ্ত

| শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম মাতুলালয় ধলঘাটে হলেও তাঁর পিতৃপুরুষের ভিটে ছিলো ডেঙ্গাপাড়ায়। তাঁর শৈশবকৈশোর কেটেছে এখানে। ডেঙ্গাপাড়ায় প্রীতিলতার পৈতৃক ভিটায় বীরকন্যার স্মৃতিস্তম্ভ ও যাদুঘর কমপ্লেক্স নির্মিত হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিক ইতিহাস জানতে পারবে এবং এই কমপ্লেক্স দেশিবিদেশী সকল মানুষের কাছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। গত বৃহস্পতিবার বিকালে ডেঙ্গাপাড়া দুর্গা মন্দির ও গীতা আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।

দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা অধ্যাপক শিপুল কুমার দে’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা প্রশাসক দেবাশীষ নাগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড়, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, প্রকৌশলী লিটন দাশ শর্মা, চুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান কানু দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডেঙ্গাপাড়া দুর্গা মন্দির ও গীতা আশ্রমের সভাপতি অজিত চক্রবর্ত্তী।

এ সময় উপস্থিত ছিলেন মিহির চক্রবর্ত্তী, ফরিদ আহমদ চৌধুরী, দিলীপ ঘোষ দিপু, মাস্টার শ্যামল দে, অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, ওয়াহিদুর নূর মিন্টু, শাহ আলম খোকন, আহমদ নূর সাগর প্রমুখ। এ সময় সর্বসম্মতভাবে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের বাস্তুভিটা ডেঙ্গাপাড়ায় তাঁর স্মৃতিস্তম্ভ ও কমপ্লেক্স নির্মাণের জন্য প্রীতিলতা ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সার্বিক কর্মকাণ্ড পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ হাজার ইয়াবা ও ২৫ লিটার চোলাইমদ জব্দ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শীতকালীন পিঠা-পুলি উৎসব