বীণারানী দে’র শোকসভা ও শিক্ষাবৃত্তি প্রদান

| শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে তবলা শিল্পী কানু রাম দের মা বীণা রানী দের মৃত্যুতে শোকসভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবু্‌ল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী। সাধারণ সম্পাদ আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস. এম. লিয়াকত হোসেন, কবি আশীষ সেন, চন্দন দাশ, ডা. বিদ্যুৎ ভুষণ দাশগুপ্ত, অজিত কুমার শীল, বিজয় শংকর চৌধুরী, আবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী, প্রণব রাজ বড়ুয়া, রিংকু ভট্টাচার্য, জাকির হোসেন, কানু রাম দে, কবি সজল দাশ, রিংকু ভট্টাচার্য, মৌসুমী চৌধুরী, ঊষা আচার্য, দিলীপ সেনগুপ্ত, সুমন বড়ুয়া, সাবিহা সুলতানা রক্সি, মো. জাফর আলম প্রমুখ। সভায় ২ জন শিক্ষার্থীকে বীনা রাণী স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলে উদ্ধার
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে যুব মহিলা লীগের সম্মেলন