বীজতলায় পাতা লাল হয়ে মরে যাচ্ছে ধানের চারা

আনোয়ারায় ২০ একর জমির বোরো চাষ হুমকিতে

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় ব্লাস্ট রোগে পাতা লাল হয়ে বীজতলায় মরে যাচ্ছে ধানের চারা। ফলে সামনে বোরো মৌসুমে চাষাবাদ হুমকির মুখে পড়েছে। চাষাবাদ বন্ধ হওয়ার ভয়ে কৃষকদের এখন মাথায় হাত। এর আগে কখনো এ ধরনের পরিস্থিতির মুখে পড়েননি কৃষকরা। কী কারণে এমন অবস্থা সেটাও বুঝতে পারছেন না তারা। উপজেলা কৃষি অফিস বলছে, অতিরিক্ত ঠাণ্ডা বা পোকার আক্রমণে এমন ঘটনা ঘটতে পারে।

সরেজমিন দেখা গেছে, চাতরী ইউনিয়নের সিংহরা (বদনছাটি) গ্রামের দক্ষিণ বিলে দুই কানি জমির বীজতলায় কৃষকদের ধানের চারার পাতা লাল হয়ে মরে যাচ্ছে। এতে করে এই এলাকার প্রায় ২০ একর জমিতে আগামী বোরো মৌসুমে চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় অর্ধশতাধিক কৃষক চোখে অন্ধকার দেখছেন।

কৃষকরা জানান, কান্দরিয়া খালের স্লুইস গেট ভেঙে যাওয়ায় জোয়ারের পানির কারণে অন্যান্য মৌসুমে চাষাবাদ হয় না এই এলাকায়। চাষাবাদ না থাকায় বছরের বেশির ভাগ সময় স্থানীয় কৃষি শ্রমিকরা কাজও পান না। তাছাড়া চাষাবাদ না থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটান কৃষকরা। এর মধ্যে বোরো মৌসুম আসলে আশায় বুক বাধেন কৃষকরা। অনেক আশা নিয়ে এবারো বোরো চাষাবাদের জন্য বীজতলা তৈরি করে ধান রোপণ করেন সেখানে। আগামী কয়েকদিনের মধ্যে জমিতে সেই চারা রোপণ করা হবে। আর পরের এক বছরের জন্য ধান চাল সংগ্রহ করা হবে। আর এই সময়ে ধানের চারা অজানা কারণে লাল হয়ে মরে যাচ্ছে। এতে কৃষকদের স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় কৃষকরা উপজেলা কৃষি অফিসারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক নূর মোহাম্মদ বলেন, আর মাত্র কয়টা দিন পরে বোরো চাষাবাদ শুরু হবে। গত দুই মৌসুমে এখানে চাষাবাদ হয় না। অনেক আশা নিয়ে এবারের বোরো মৌসুমে ধানের বীজ রোপণ করেছি। আমার

মত আরো অর্ধশত কৃষকেরও ধানের চারার পাতা লাল হয়ে মরে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত অপর কৃষক মো. ছৈয়দ নূর বলেন, আমরা আগে কখনো এমন রোগ দেখিনি। কী কারণে এমনটা হচ্ছে বুঝতে পারছি না। তিনি স্থানীয় কৃষি অফিসের

হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা কৃষি অফিসার রমজান আলী বলেন, খবর পেয়ে সেখানে উপসহকারী কৃষি অফিসারকে পাঠিয়েছি। অতিরিক্ত ঠাণ্ডা এবং পানিতে জমি ডুবে থাকার কারণে ব্লাস্ট রোগের কারণে এমন অবস্থা হয়েছে। আমরা কৃষকদের ওষুধ লিখে দিয়েছি। সেগুলো ব্যবহার করলে আশা করি ভাল হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধফায়ার সেফটি প্ল্যান না থাকায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধঘন কুয়াশা ডেকে আনলো মৃত্যু