বিয়ে বিচ্ছেদের খরচ বাড়বে

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

নতুন বাজেট পাস হলে স্ট্যাম্প আইন পরিবর্তনের কারণে বিয়ে বিচ্ছেদ নিবন্ধনের খরচ, ফলে এক্ষেত্রে গুণতে হবে বাড়তি টাকা। গতকাল ২০২২-২৩ অর্থবছরের বাজেটে স্ট্যাম্প আইনের বিভিন্ন ধারায় পরিবর্তনের প্রস্তাব আনেন আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাব অনুযায়ী, ডিভোর্স স্ট্যাম্পের দাম আগের ৫০০ টাকা থেকে বেড়ে হবে ২ হাজার টাকা। খবর বিডিনিউজের।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হিসাব বলছে, ২০২১ সালে এই এলাকায় ডিভোর্সের আবেদন জমা পড়ে ৭ হাজার ২৪৫টি, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। ২০২০ সালে ছিল ৬ হাজার ৩৪৫টি।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটিতে ২০২০ সালে ডিভোর্সের আবেদন জমা পড়েছে ৬ হাজার ১৬৮টি। ২০২১ সালে তা কমে আসে ৪ হাজার ৬৭৪টিতে। ২০২০ সালে দুই সিটি করপোরেশনের মোট ১২ হাজার ৫১৩টি ডিভোর্সের আবেদন মধ্যে ৮ হাজার ৪৮১টি আবেদন করেছেন নারীরা। বাকি ৪ হাজার ৩২টি বিচ্ছেদ চেয়েছেন পুরুষ। সে হিসেবে নারীদের তরফে ডিভোর্স বেশি দেওয়া হয়েছে ৭০ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধপত্রিকা বিলি করতে গিয়ে নিজেই হয়ে গেলেন খবর
পরবর্তী নিবন্ধসর্বজনীন পেনশন আগামী অর্থবছর থেকেই