বিয়ে বাড়ির জেনারেটর বন্ধ করতে গিয়ে যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৯ জুন, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে জেনারেটর বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমান উল্লাহ (২৩) নামে এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫ টার দিকে বাঁশখালীর সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার কানুনগোখীল এলাকায় বিয়ে বাড়ির জেনারেটর বন্ধ করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত ডেকোরেশন শ্রমিক আমান উল্লাহ দক্ষিণ জালিয়াঘাটা কানুনগোখীল মিয়াজাইন্যার বাড়ির ৭ নম্বর ওয়ার্ড এলাকার কবির আহমদের ছেলে।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা সূত্রে জানা যায়, সরলের কানুনগোখীল এলাকার প্রবাসী আবু ছালেকের বিয়েতে ডেকোরেশন শ্রমিকের কাজ করতে যায় আমান উল্লাহ। গতকাল শুক্রবার সকাল ৫ টার দিকে জেনারেটর বন্ধ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বলেন, ঘটনার ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধমহামারীর মধ্যেও বাস্তুচ্যুত রেকর্ডসংখ্যক মানুষ
পরবর্তী নিবন্ধআউশেও সুফল মিলবে রাবার ড্যামে