বিয়ে বাড়ির খাবার খেয়ে ৪০ জন হাসপাতালে

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

মহেশখালীতে বিয়ে বাড়িতে খাবার খেয়ে ডায়রিয়া ও পেট ব্যথায় আক্রান্ত হয়েছেন অন্তত ৪০ জন। আক্রান্ত সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে মহেশখালী উপজেলার বড় মহেশখালীর জাগিরাঘোনা এলাকায়।
সূত্র মতে, মহেশখালী পৌরসভার পুটিবিলার জাহাঙ্গীর আলমের সঙ্গে বড় মহেশখালীর দক্ষিণ জাগিরাঘোনার সলিমের মেয়ের বিয়ে ঠিক হয়। শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার পুটিবিলা থেকে বরযাত্রী যায় বড় মহেশখালীর কনের বাড়িতে। ওই সময় বিয়ে বাড়ির খাওয়া দাওয়া শেষে বরযাত্রীসহ সবাই চলে যায়। কিন্তু রাতে অনেকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হলে ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে যায়। বর্তমানে সবাই হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ শেফা আক্তার (১৮) জানান, গত শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করি। পরে পেটে ব্যথা উঠে। রাতে পাতলা পায়খানা হওয়ার পর শনিবার সকালে মহেশখালী হাসপাতালে ভর্তি হই। এ ছাড়া আমাদের সঙ্গে যারা খেয়েছেন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক জানান, বিয়ে বাড়ির অনুষ্ঠানে যারা খাবার খেয়েছেন তাদের অনেকেই পেটের ব্যথা ও পাতলা পায়খানা নিয়ে ভর্তি হয়েছে। এই পর্যন্ত ৪০ জন রোগী বিয়ে বাড়ির খাবার খাওয়ার অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁচল না বুনো হাতিটি
পরবর্তী নিবন্ধ১৯ বছর পর আজ উত্তর জেলা যুবলীগের সম্মেলন