সাতকানিয়ায় বিয়ে বাড়িতে হামলায় বরসহ ছয়জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা একটি মোটরসাইকেল ও রিকশা ভাঙচুর করে। গতকাল সোমবার বিকালে উপজেলার পৌরসভার পূর্ব গোয়াজর পাড়ায় আবুল কাশেমের বাড়িতে বরযাত্রী এলে সড়কে একটি মোটরসাইকেলকে সাইড দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় একদল বখাটে এ হামলা চালায়। পরে জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশি নিরাপত্তায় ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন বর মো. ইউনুচ (৩০), বরের মা লায়লা বেগম (৬৫), ফরিদুল আলম (৩৮), মোহাম্মদ সাকিব (২২), ইমরান ও আকিব। জানা যায়, গতকাল দুপুরে পৌরসভার পূর্ব গোয়াজর পাড়ার বাসিন্দা আবুল কাশেমের মেয়ে তাসফিয়ার বিয়ে উপলক্ষে খাবারদাবারের আয়োজন চলছিল। বিকাল চারটার দিকে কার ও মিনি বাস নিয়ে অর্ধশতাধিক বরযাত্রী বিয়ে বাড়িতে এলে সড়কে একটি মোটরসাইকেলকে সাইড দেওয়া নেওয়া নিয়ে বরযাত্রী পক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে কিছুক্ষণ পর স্থানীয় জাহেদের নেতৃত্বে ১০-১৫ জন বখাটে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে বরযাত্রীদের মারধর করে। তারা ১টি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। বখাটেদের হামলায় বরসহ ছয়জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরেজমিনে গেলে বরযাত্রী আবদুল ওয়াহেদ বলেন, বর নিয়ে আমরা বিয়ে বাড়িতে এলে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। এতে আমাদের সাথে আসা বর ও তার মা লায়লা বেগমসহ অনেকে আহত হয়েছেন। সন্ত্রাসীরা আমাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দীপক বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশি নিরাপত্তায় ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।