বিয়ে করে রাজত্ব হারালেন তিনি

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

অবশেষে সাধারণ পরিবারের প্রেমিককেই বিয়ে করলেন জাপানের রাজকুমারী মাকো। এই বিয়ের ফলে তিনি হারিয়েছেন রাজকীয় মর্যাদা। এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। খবর বাংলানিউজের।
সহপাঠী কুমোরোকে বিয়ে করে শুধু রাজকীয় মর্যাদাই হারাননি মাকো। তিনি নিজে থেকেই প্রথা অনুযায়ী রাজকীয় বিয়ের অনুষ্ঠান এবং পরিবার ছেড়ে যাওয়ার কারণে রাজপরিবার থেকে যে অর্থ পেতেন তা প্রত্যাখ্যান করেছেন। তিনিই রাজপরিবারের প্রথম নারী সদস্য যিনি বিয়ের অনুষ্ঠান ও অর্থ প্রত্যাখ্যান করেছেন। মাকো ২০১৭ সালে কুমোরোর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন। পরের বছরই তাদের বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু কুমোরোর মায়ের অর্থনৈতিক সমস্যার কারণে বিয়ে পিছিয়ে যায়। বর্তমানে এই দম্পতি যুক্তরাষ্ট্রে আবাস গড়বেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে কুমোরো আইন পেশায় নিযুক্ত হবেন। প্রসঙ্গত, জাপানের আইন অনুযায়ী রাজপরিবারের কোনো নারী সদস্য যদি সাধারণ কোনো নাগরিককে বিয়ে করেন, তিনি রাজকীয় মর্যাদা হারান। তবে রাজপরিবারের পুরুষ সদস্যের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর নয়।

পূর্ববর্তী নিবন্ধহিরা দিয়ে মোড়া গাড়ি
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৮