অনেক সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে এসেছিলেন সাব্বির রহমান। কিন্তু বেপরোয়া জীবনযাপন আর ফর্মহীনতার কারণে ডানহাতি এই ব্যাটার ট্র্যাক থেকে ছিটকে পড়েন। ফলে বিগ হিটার সাব্বিরের নাম হয়ে যায় ব্যাড বয়। এমনকি ঘরোয়া ক্রিকেটেও সুযোগ হারান তিনি। কিন্তু ধীরে ধীরে নিজের আগের ইমেজ থেকে বের হয়ে আসেন তিনি। এরইমধ্যে বিয়ে করে সংসারীও হয়েছেন। ফলে এখন আর নিজেকে ব্যাড বয় ভাবতে চান না এই ডানহাতি। আজ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন সাব্বির। পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এর মধ্যেই এক সাক্ষাৎকারে সাব্বির তাকে ব্যাড বয় বলার প্রতিবাদ জানান। তিনি বলেন, ব্যাড বয় বলে কোনো কথা আসলে নাই। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, এই কথাটা আমার সঙ্গে আসলেই আর যায় না। আমি এখন একজন বিবাহিত মানুষ। আমার পরিবার আছে, পরিবারের সদস্যরা আছেন। আশা করি এটি যেন আর কখনও বলা না হয়। একটু ভালো কিছু বলেন।’ এবারের বিপিএলে কিছু একটা করে দেখাতে চান সাব্বির।