অভিনয় ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক অভিনেত্রী নাফিজা জাহান। সেখানেই ফের সংসার শুরু করেছেন তিনি। খবর বাংলানিউজের। গত শুক্রবার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাজিব হাসানকে বিয়ে করেছেন তিনি। এর আগে ৪ নভেম্বর তারা গায়ে হলুদ সারেন। বিয়ে করার বিষয়টি নাফিজা নিজেই ফেসবুকে জানিয়েছেন। পাশাপাশি তার দ্বিতীয় বিয়ে করা নিয়ে কথা ওঠা এর জবাব দিয়েছেন তিনি। বিয়ের ছবি পোস্ট করে নাফিজা লেখেন, পূর্বের সংসারে দীর্ঘ সময় আগে থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি।